Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

রাজধানী ঢাকা থেকে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ এ আসার যাতায়াত ব্যবস্থাঃ

ক) ঢাকা থেকে সরাসরি বাস, ট্রেন, স্পিড বোটে খুলনা এসে রুপসা ঘাট পার হয়ে গৌরম্ভার বাসে উঠে গৌরম্ভা'তে আসা যাবে। খুলনা থেকে দূরত্ব ২৪ কি.মি.।

খ) ঢাকা থেকে খুলনা এসে খানজাহান আলী সেতু পার হয়ে জাবুসা চৌরাস্তা নেমে গৌরম্ভা'র বাসে উঠে গৌরম্ভা আসা যাবে। জাবুসা চৌরাস্তা থেকে দূরত্ব ১৮ কি.মি।

গ) বাগেরহাট জেলা শহর থেকে যে কোন বাস, মাহিন্দ্র বা ইজিবাইকে কাটাখালীর মোড়ে নেমে গৌরম্ভা'র টেম্পুতে উঠে গৌরম্ভা আসা যায়।

ঘ) উপজেলা সদর থেকে বাসে অথবা যে কোন যানবাহনে রোনসেন (ফয়লা) মোড় হয়ে আদাঘাট হয়ে গৌরম্ভা আসা যাবে।

 

অন্তঃ ইউনিয়ন যোগাযোগঃ ক. রাস্তা ৫০ কিঃ মিঃ।

              ১. পাকাঃ ০২ কিঃ মিঃ কার্পেটিং।

              ২. পাকাঃ ২০ কিঃ মিঃ ফ্লাড সোলিং

              ৩. কাচাঃ ২৮ কিঃ মিঃ