01.ইউনিয়ন পরিচিতিঃ পূর্বে উজলকুড় ইউনিয়ন পরিষদ ও ফকিরহাট উপজেলা,পশ্চিমে বটিয়াঘাটা উপজেলা,উত্তরে ভান্ডারকোট ও শুভদিয়া ইউপি এবং ফকিরহাট উপজেলা,দক্ষিনে রাজনগর ইউপি ও দাকোপ উপজেলা।
ক. আয়তনঃ ৮২৪৮ একর।
খ. লোকসংখ্যাঃ ১৮,৭৪৪ জন।
গ. মৌজাঃ ১৬টি।
ঘ. গ্রামের সংখ্যাঃ ১৫টি।
ঙ. শিক্ষা প্রতিষ্ঠানঃ ১. কলেজ নাই।
২. মাধ্যমিক বিধ্যালয়ঃ ০৪টি।
৩. প্রাথমিক বিদ্যালয়ঃ ১৩টি।
১) সরকারীঃ ০৮টি।
২) বেসরকারীঃ ০৫টি।
৪. দাখিল মাদ্রাসাঃ ০১টি।
৫. হাফেজী মাদ্রাসাঃ ০৫টি।
৬. কওমী মাদ্রাসাঃ ০১টি।
চ. ধর্মীয় উপাশনালয়ঃ ক. মসজিদঃ ৪২টি।
খ. মন্দিরঃ ১১টি।
গ. গীর্জাঃ নাই।
ঘ. প্যাগোডাঃ নাই।
ছ. আন্তঃ ইউনিয়ন যোগাযোগঃ ক. রাস্তা ৫০ কিঃ মিঃ।
১. পাকাঃ ০২ কিঃ মিঃ কার্পেটিং।
২. পাকাঃ ২০ কিঃ মিঃ ফ্লাড সোলিং
৩. কাচাঃ ২৮ কিঃ মিঃ
জ. আবাদযোগ্য জমিঃ ৮১৪২ একর।
অনাবাদী জমিঃ ১৪৬ একর।
ঝ. কুটির শিল্পঃ নাই।
ঞ. নলকূপঃ ১৮৪টি গভীরঃ ১২৬টি অগভীরঃ ৮৮টি
ট. পুলের সংখ্যাঃ ০১টি।
ঠ. কালভার্টঃ ১১টি।
ড. সাকোঃ ০২টি।
ঢ. শিক্ষার হারঃ ৪৬.৬৯% নারীঃ ৪৪.৩৭% পুরুষঃ ৪৮.৯১%
ন. বিদ্যালয় সংখ্যাঃ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি
সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৫টি
দাখিল মাদ্রাসাঃ ১টি
হাফেজী মাদ্রাসাঃ ৫টি
কওমী মাদ্রাসাঃ ১টি
প. এতিম খানাঃ ০৫টি
ইউনিয়ন পরিষদঃ
ইউনিয়ন পরিষদ ভবন স্থাপিতঃ ১৯৬৭ ইং।
দায়িত্বরত চেয়ারম্যানঃ মোঃ রাজীব সরদার
প্রথম সভার তারিখঃ ৩১-১২-২০২১ ইং।
বর্তমান পরিষদঃ ১. জনাব মোঃ রাজীব সরদার (চেয়ারম্যান)
২. জনাবা মোসাঃ নুরজাহান বেগম (সদস্যা)
৩. জনাবা মোসাঃ শাহানাজ বেগম ,,
৪. জনাবা মোসাঃ তারিকা বেগম ,,
৫. জনাব চম্পক কুমার কুন্ডু (সদস্য)
৬. জনাব মোঃ আবু মুসা আকুঞ্জী ,,
৭. জনাব মোঃ ফিরোজ উদ্দিন শেখ ,,
৮. জনাব এস এম এ হালিম শেখ ,,
৯. জনাব মোঃ হালিম শেখ ,,
১০. জনাব মোঃ তমেজ শেখ ,,
১১. জনাব মোঃ তিজারাত গাজী ,,
১২. জনাব মুহজ্জেল হোসেন বাবু ,,
১৩. জনাব মোঃ মাসুদুজ্জামান খান পল্টু ,,
কর্মচারী বৃন্দঃ ০১ (এক) জন।
পূর্বতন চেয়ারম্যান বৃন্দঃ ১. জনাব হারুনুর রশিদ ২. জনাব লিয়াকত আলী সরদার ৩. জনাব আবু জাফর ৪. জনাব
শামছুর রহমান শান্ত ৫. জনাব সোলায়মান ঢালী ৬. জনাব মোঃ সেলিম সরদার ৭.
জনাব শেখ নাসের উদ্দিন। ৮। জনাব মোঃ সেলিম সরদার,৯। জনাব আলহাজ মোঃ গিয়াস উদ্দিন গাজী ১০। জনাব মোঃ রাজীব সরদার
গ্রাম পুলিশঃ ৯ (নয়) জন।
বেসরকারী প্রতিষ্ঠানঃ
০১.এনজিওঃ ১১টি
০২. ব্যাংকঃ ০১টি
০৩. বীমাঃ ৩টি
.
ধর্মীয় প্রতিষ্ঠানঃ ক. মসজিদঃ ৪২টি।
খ. মন্দিরঃ ১১টি।
গ. গীর্জাঃ নাই।
ঘ. প্যাগোডাঃ নাই
এতিম খানাঃ ০৫টি
মাজারঃ নাই
কবর স্থানঃ ১টি
সংগঠনঃ ০১. ক্রীড়া সংগঠনঃ ৩টি
০২. সাংস্কৃতিক সংগঠনঃ ২টি
০৩. পেশাজীবী সংগঠনঃ ২টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস